২১ হাজার ১৮০টি ইয়াবাসহ আটক ২
প্রকাশ:| রবিবার, ৯ সেপ্টেম্বর , ২০১৮ সময় ০৬:২১ অপরাহ্ণ

চট্টগ্রামে পিকআপ ভ্যান থেকে ২১ হাজার ১৮০টি ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭।
রোববার ভোরে চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকার জিলানী এন্টারপ্রাইজের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন- কুমিল্লা জেলার দেবীদ্বার বরকামতা এলাকার মো. সানাউল্লাহর ছেলে মো. আবু সায়েম (৩০) ও তিতাস এলাকার মো. রেনু মিয়ার ছেলে মো. রবিন (৩৫)।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গাগামী একটি পিকআপ ভ্যানকে থামানোর সংকেত দিলে চালক গাড়িটিকে রাস্তার পাশে থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে দুইজনকে আটক করে। তাদের তথ্যমতে গাড়ির চেসিসের ভেতর লুকানো ২১ হাজার ১৮০টি ইয়াবা উদ্ধার করা হয়।