করদাতা সুরক্ষা পরিষদের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বলেন, আগে জায়গার আয়তনের ওপর বাড়ির মালিকরা গৃহকর দিত। এখন তা ভাড়া আদায়ের ওপর নির্ধারণ করা হয়েছে।“এতে করে বাড়ির মালিকদের ওপর করের পরিমাণ আগের চেয়ে ২০ থেকে ৩০ গুণ বেড়ে গেছে।”
সমাবেশে বক্তারা বলেন, বাড়ির মালিকরা আয়ের ওপর একবার কর পরিশোধ করছে, তার ওপর তাদের বাড়ির ভাড়ার ওপর পুনরায় কর আরোপ করেছে সিটি করপোরেশন। এতে করে ভাড়াটিয়ারা বেশি ক্ষতিগ্রস্ত হবে।
সমাবেশ থেকে সাতদিনের মধ্যে বর্তমান গৃহকরের প্রজ্ঞাপন বাতিল করে পুরানো হারে ফিরে না গেলে ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দেওয়া হয়।
সেই সঙ্গে পর্যায়ক্রমে সিটি করপোরেশনের রাজস্ব অফিস ঘেরাও ও মেয়র কার্যালয় ঘেরাওসহ কঠোর অন্দোলনের হুমকি দেওয়া হয়।