সিদ্দিক আহমেদের জন্য কল্যাণ ট্রাস্টের চেক হস্তান্তর
প্রকাশ:| রবিবার, ১৯ জুন , ২০১৬ সময় ১০:২৬ অপরাহ্ণ

চট্টগ্রামের সাংবাদিক অনুবাদক সিদ্দিক আহমেদের চিকিৎসা সহায়তার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবগঠিত সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ (পিআইবি)’র মহাপরিচালক শাহ আলমগীরের কাছ থেকে এই চেক গ্রহণ করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বিএফইউজে চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি শহীদুল আলম ও যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী (চট্টগ্রাম) প্রমুখ।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে এই চেক হস্তান্তর করা হয়। রবিবার দুপুরে চেকটি অসুস্থ সাংবাদিক সিদ্দিক আহমেদের চট্টগ্রামের চান্দগাঁওস্থ বাসায় পৌঁছে দেন সাংবাদিক নেতৃবৃন্দ। এ সময় অন্যদের মধ্যে সিইউজে সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও বিএফইউজে নির্বাহী সদস্য আসিফ সিরাজও উপস্থিত ছিলেন।