রামু ভূমি অফিসে ভূমিসেবা কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন
প্রকাশ:| বুধবার, ২৪ আগস্ট , ২০১৬ সময় ১১:৩২ অপরাহ্ণ

কক্সবাজারের রামুতে জনগণকে সহজে ভূমি বিষয়ক বিভিন্ন তথ্য ও সেবা প্রদানের লক্ষ্যে ফ্রন্ট ডেস্ক ও ভূমিসেবা কেন্দ্র নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৪ আগষ্ট ) বিকেলে রামু উপজেলার প্রধান ভূমি অফিসের সামনে ফ্রন্ট ডেস্ক নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন রামু উপজেলা নির্বাহী অফিসার বেগম সেলিনা কাজী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি নিকারুজ্জামান, বিশিষ্ট আলোকচিত্র শিল্পী তানভীর সরওয়ার রানা, উপজেলা প্রকৌশলী বিশ্বজিৎ দত্ত, কানুনগো জগদীশ চন্দ্র চাকমা, অফিস সহকারি নজরুল ইসলাম, সার্ভেয়ার মোঃ শাখাওয়াত হোসেন, অফিস সহকারি সজল ধর, সুনীল বিকাশ দাশ, অঞ্জন বড়–য়া, মেছে মারমা প্রমুখ।