মাশরাফি ‘ভক্ত’কে ছেড়ে দিয়েছে পুলিশ
প্রকাশ:| রবিবার, ২ অক্টোবর , ২০১৬ সময় ১১:১৯ অপরাহ্ণ

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ওয়ানডে ম্যাচ চলাকালে নিরাপ্তাকর্মীদের ফাঁকি দিয়ে মাঠে ঢুকে পড়ার পর আটক মাশরাফি ‘ভক্ত’ মেহেদি হাসানকে ছেড়ে দিয়েছে পুলিশ।
আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব।
তিনি বলেন, তাকে আমরা মাঠে প্রবেশ করার পর থেকে জিজ্ঞাসাবাদ করেছি, বিসিবির কর্মকর্তারাও জিজ্ঞাসাবাদ করেছেন। জিজ্ঞাসাবাদে খারাপ কোনো উদ্দেশ্য পাওয়া যায়নি।
জিজ্ঞাসাবাদে মেহেদি জানান, তিনি মাশরাফিকে খুব ভালোবাসেন। ম্যাচ চলাকালে মাশরাফি ব্যাথা পেয়ে মাঠ ছেড়ে চলে যান। তার পরিবর্তে নাসির হোসেনকে মাঠে নামানো হয়। পরে মাশরাফি সুস্থ হয়ে আবার মাঠে আসেন। মেহেদি আবেগ সামলাতে না পেরে দৌড়ে মাঠে গিয়ে মাশরাফিকে জড়িয়ে ধরেন। তবে তার কোনো খারাপ উদ্দেশ্য ছিলো না।
সহজ-সরল মনোভাব হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান ওসি।