মাদামবিবির হাটে বাস উল্টে আহত ১৫
প্রকাশ:| শুক্রবার, ১২ ফেব্রুয়ারি , ২০১৬ সময় ১০:০৯ অপরাহ্ণ
সীতাকুণ্ডের মাদামবিবির হাটে পিকনিকের বাস উল্টে ১৫ জন আহত হয়েছে।
শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে ফেনীর সোনাগাজীর আলহেরা একাডেমির শিক্ষাসফর শেষে আনোয়ারা পারকি সৈকতে থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
বারআউলিয়া হাইওয়ে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদ জানান, চেয়ারম্যানঘাটা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এ সময় বাসে থাকা ৮২ জন যাত্রীর মধ্যে ১০-১৫ জন আহত হন। গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশন (বিএসবিএ) হাসপাতালে পাঠানো হয়েছে।
এক প্রশ্নের উত্তরে তিনি জানান, ওই বাসের যাত্রীদের বেশিরভাগই আলহেরা একাডেমির শিশু শিক্ষার্থী।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ বাংলানিউজকে জানান, সীতাকুণ্ডে বাস উল্টে আহত আমিরুল্লা (৪০) নামের একজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।