বৃহস্পতিবার ‘স্বাধীনতার ঘোষণাপত্র এবং বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা’ শীর্ষক আলোচনা
প্রকাশ:| বুধবার, ৪ এপ্রিল , ২০১৮ সময় ১০:১৫ অপরাহ্ণ
স্বাধীনতার ঘোষণাপত্রের ৪৭তম দিবস পালন উপলক্ষে সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। প্রধান আলোচক হিসেবে থাকবেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি, লেখক-সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা শাহরিয়ার কবির।
কেন্দ্রীয় উপদেষ্টা প্রফেসর ড. অনুপম সেনের সভাপতিত্বে সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আকতার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, চন্দনাইশ পৌরসভার মেয়র মাহবুবুল আলম খোকা, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফাহিম উদ্দিন আহমেদ, নারীনেত্রী জেসমিন সুলতানা পারু আলোচনায় অংশ নেবেন।
সভায় সূচনা বক্তব্য দেবেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় নেতা, লেখক-সাংবাদিক শওকত বাঙালি।
এছাড়াও মুক্তিযুদ্ধের পক্ষের প্রতিনিধিত্বশীল সংগঠনের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেবেন।