বাটাগলিতে এক গৃহবধূর আত্নহত্যা
প্রকাশ:| মঙ্গলবার, ৮ মার্চ , ২০১৬ সময় ০৯:২২ অপরাহ্ণ

নগরীর কোতোয়ালী থানার বাটাগলি এলাকায় এক গৃহবধু আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার রাত ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধূর নাম ইয়াসমিন আক্তার(৩২) ।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া জানান, ইয়াসমিন হাটহাজারী থানার কুয়াইশ বুড়িশ্চর এলাকার বাসিন্দা মো.সেলিমের স্ত্রী।
তিনি বলেন, নিজ বাসা থেকে ইয়াসমিনকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।