ফাইভজি নেটওয়ার্কসমৃদ্ধ কম দামের ডিভাইস দেবে মিডিয়াটেক
প্রকাশ:| সোমবার, ১০ সেপ্টেম্বর , ২০১৮ সময় ০৯:২৮ পূর্বাহ্ণ

ফোরজির গতি যেভাবে কম খরচেই সবার নাগালে এনে দিয়েছে, সেভাবেই ফাইভজি নেটওয়ার্কসমৃদ্ধ কম দামের ডিভাইস দেবে মিডিয়াটেক।তাদের তৈরি ফাইভজি নেটওয়ার্ক চিপের দাম ইন্টেল, কোয়ালকম এবং স্যামসাংয়ের চেয়ে কম রাখা হবে বলে জানা গেছে।তাদের এম৭০ নেটওয়ার্ক মডেমের মধ্যেই ফাইভজি নেটওয়ার্ক চলে। সেটি তৈরি করা হচ্ছে ৭ ন্যানোমিটার প্রযুক্তিতে, যাতে ব্যাটারির ওপর চাপ কম পড়ে। এখন পর্যন্ত ফাইভজি নেটওয়ার্ক ব্যবহারে প্রয়োজন হয় প্রচুর শক্তি, ফলে ফোনের ব্যাটারিলাইফ যাবে কমে।আগামী বছরের শুরুতেই যাতে মিডিয়াটেক নেটওয়ার্ক চিপ সমৃদ্ধ ফোন বাজারে হাজির হয় সে লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। এ বছরের শেষেই তারা ফাইভজি নেটওয়ার্কের প্রসেসর বাজারে আনবে বলে জানা গেছে।বাজারে আনতে যাওয়া ওসব ডিভাইসের দাম কোয়ালকমের চেয়ে অনেক কম হবে বলে জানিয়েছে মিডিয়াটেক।