তিন দরিদ্র শিক্ষার্থীকে বই কিনে দিলেন ‘ইউএনও’
প্রকাশ:| সোমবার, ৯ জুলাই , ২০১৮ সময় ১১:১৯ অপরাহ্ণ

একটি দরিদ্র পরিবারের তিন শিশুকে পাঠ্যপুস্তক কিনে দিয়েছেন রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমীন।
সোমবার নিজের কার্যালয়ে এক সেট করে বই দেয়ার পাশাপাশি ভবিষ্যতে আরোও সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।
জানা যায়, ট্রাক চালিয়ে কাপ্তাই ইউনিয়নের কোর্ট বিল্ডিং এলাকার মো. সেলিম তালুকদার চার ছেলে ও এক মেয়েকে নিয়ে কোনরকমে সংসার চালাতেন। হঠাৎ স্ট্রোক করেন তিনি। এখন ঘর থেকে কাজের জন্য বের হতে পারেন না।
সেলিম তালুকদারের বড় ছেলে মো. সাহেদুর হোসেন পারভেজ কর্নফুলি ডিগ্রি কলেজে বিবিএস প্রথম বর্ষে অধ্যয়নরত আছে। বাকি তিন ছেলে ও এক মেয়ে অধ্যয়নরত আছে কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসা এবং শহীদ সামসুদ্দীন উচ্চ বালিকা বিদ্যালয়ে।
এদের মধ্যে কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসার ৯ম শ্রেনীর ছাত্র মো. সাকিব হোসেন, ৭ম শ্রেনীর ছাত্র সানজিত হোসেন এবং শহীদ সামসুদ্দীন উচ্চ বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী সাইমা আক্তার সুমাইয়াকে এসব বই দেয়া হয়।
এ সময় তাদেরকে ভালো ফলাফলের জন্য পরামর্শ দেন ইউএনও মোহাম্মদ রুহুল আমীন।
এ সময় স্থানীয় সাংবাদিক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন।