চট্টগ্রামে ৫২টি টিকিটসহ কালোবাজারি আটক
প্রকাশ:| রবিবার, ১৯ আগস্ট , ২০১৮ সময় ১১:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামে বিভিন্ন ট্রেনের ১০৫ আসনের ৫২টি টিকিটসহ এক টিকিট কালোবাজারিকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
রোববার (১৯ আগস্ট) বিকেলে কোতোয়ালী থানার পুরাতন রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) অলক বিশ্বাস।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. লুৎফর রহমান জুয়েল (৩৫) । জুয়েল বরিশাল জেলার বানারিপাড়া খালিশাকোট এলাকার এম এ মালেকেরে ছেলে।
অলক বিশ্বাস জানান, গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবদুর রহিম পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১০৫ আসনের ৫২টি টিকিটসহ মো. লুৎফর রহমান জুয়েলকে গ্রেফতার করেন।
লুৎফর রহমান জুয়েল চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর কাছ থেকে সংগ্রহ করে কালোবাজারে বিক্রির জন্য এসব টিকিট মজুদ করেছিলেন বলে জানান অলক বিশ্বাস।