কেটে গেল কতদিন
প্রকাশ:| সোমবার, ৪ ফেব্রুয়ারি , ২০১৯ সময় ১০:৫৫ পূর্বাহ্ণ

অনার্য আমিন
কতদিন কেটে গেল হাতে হাত
মুষ্টি করে টেনে তুলিনি বুক পাঁজরে,
শিহরিত বুকটা কাঁপেনি নিঃশ্বাসে
দু’জনার একসাথে।
কেটে গেল কতদিন উম্মাদ আলিঙ্গনে
তৃষ্ণা লাগেনি কন্ঠনালিতে,
ঠোটের কাপুঁনিতে খুঁজিনি কতদিন
লেপ্টে থাকা মধুমালা।
প্রেম উপাখ্যানের পাতা উল্টাতে উল্টাতে
কতদিন জড়ো হয়নি ফুসফুসির সবটুকু বাতাস,
আচানক টানে খুলিনি বন্ধ সামিয়ানা
মুখ গুঁজিনি বাড়ন্ত মাংসতে।
কেটে গেল কতদিন-
আদিম উল্লাসের সব রসায়ন জানা, তবু-
একা একা কতদিন আর!